সাফল্যের ধারাবাহিকতায় আবারও ৩টি প্রাথমিক বৃত্তি লাভ

April 22, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ১৭ বছর পেরিয়ে আবারও সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন বাজারের সাউথ বালিশিরা কেজি স্কুল। ১৭ বছর পথ পরিক্রমায় ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫টি জিপিএ ফাইভ প্রাপ্তির পর এবছর স্কুলটি ৩ জন প্রাথমিক বৃত্তি পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অবিভাবকবৃন্দ, এলাকাবাসীসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দরা আনন্দিত।
সাফল্য অর্জনকারীরা হলেন ফাতেহা আক্তার তানজিলা, তাহমিনা আক্তার মেঘলা ও শরীফ হোসেন ।নিজ সন্তানদের সাফল্যের জন্য তাদের পিতামাতা বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেছেন ও সকলের নিকট দোয়া চেয়েছেন।সাক্ষাৎকারে দৈনিক নবচেতনা’র প্রতিনিধিকে সাউথ বালিশিরা কেজি স্কুলের অধ্যক্ষ জসীম উদ্দিন জানান ২০১২ সাল থেকে সাউথ বালিশিরা স্কুলেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জিপিএ ফাইভ ও বৃত্তি পেয়ে আসছে। বিদ্যালয়ের সাফল্যে সকলের সহযোগীতা চেয়েছেন অধ্যক্ষ।
সাফল্যকারীদের অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর সিলেট এডুকেশনাল ট্রাষ্ট (বিসেট) এর বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টার ও সিন্দুরখাঁন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুল্লাহ আল হেলাল, সাউথ বালিশিরা কেজি স্কুলের সভাপতি সাইফুল আলম আছিদ আলী, সাউথ বালিশিরা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান ম্যানেজিং ডাইরেক্টার ডাঃ মো একরামুল কবীর, সাউথ বালিশিরা কেজি স্কুলের অধ্যক্ষ মোঃ জসীম উদ্দিন ও বৃহত্তর সিলেট এডুকেশনাল ট্রাষ্ট এর প্রজেক্ট ডাইরেক্টার ইবনে জামান শামসু ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com