সাবেক অতিরিক্ত সচিব আব্দুল কাদির মাহমুদের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনের চেয়ারম্যান ও উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) এর প্রতিষ্ঠাতা সভাপতি এ এস আব্দুল কাদির মাহমুদের মৃত্যুতে নাগরিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয় নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত হাইকোর্ট ডিভিশনের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।
বিচারপতি মরহুম এ এস কাদির মাহমুদের কর্মময় জীবন আলোচনা করতে গিয়ে বলেন, কাদির মাহমুদ সত্যিকার অর্থে একজন সৎ, বিনয়ী, নম্র, ভদ্র পরোপকারী ব্যক্তি ছিলেন। তিনি উচ্চ পদে থেকেও তার মধ্যে কোন অহংকার ছিল না। তার মতো লোকের সমাজে খুবই প্রয়োজন। তিনি মৌলভীবারের উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন। এছাড়াও ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি, জালালাবাদ এসোসিয়শনে তিঁনির অনেক অবদান ছিল।
নাগরিক সমাজের আহবায়ক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনসুর আলমগীর, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, জেলা বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবি বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র উসস এর উপদেষ্ঠা ফয়জুল করিম ময়ুন, পিপি এডভোকেট ড. আব্দুল মতিন, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ঢাকা এর বিশেষজ্ঞ চিকিৎসক ডা: আবদুল্লাহ আল মুয়িদ, বাংলালিংকের ইন্টান্যাশনাল অডিট পরিচালক মুহাম্মদ মাহবুব ইসলাম।
এহসানা চৌধুরী চায়নার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, নাগরিক সমাজ মৌলভীবাজারের সদস্য সচিব ও উসস এর সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল অদুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল খালিক, মৌলভীবাজার অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, বিএনএসবি চক্ষু সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ চুন্ন, শ্রীমঙ্গল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহসিন, প্রফেসর মোঃ সেলিম, শিশু বিশেষজ্ঞ ডাঃ এ কে জিল্লুল হক, অবসর প্রাপ্ত ব্যংকার ফোরামের সভাপতি মোস্তাক আহমদ মম, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নূরজাহান সোয়ারা, নাগরিক সমাজ মৌলভীবাজারের যুগ্ম সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক আহসান উদ্দিন চৌধুরী সুইট, উসসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত হোসেন সরদার, পদীনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার ধর প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন এ এস আব্দুল কাদির মাহমুদ নজরুল একাডেমি মৌলভীবারের প্রতিষ্ঠাতা সভাপতি, মৌলভীবাজার অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, পদিনাপুর উচ্চ বিদ্যালয় ও উসস এর প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মৌলভীবাজার জেলার দুর্নীতি দমন কমিশনের সভাপতি ও ছিলেন। বক্তারা তার স্মরণে একটি স্মারক গ্রন্থ প্রকাশে দাবী করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। পরে তাঁর কর্মময় জীবনের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সভা শেষে দোয়া পরিচালনা করেন জামেয়া দ্বিনীয়ার প্রিন্সিপাল হাফেজ মৌলানা সৈয়দ মজদুদ আহমেদ রাফিদ।
মন্তব্য করুন