সাবেক অতিরিক্ত সচিব এ এস আব্দুল কাদির মাহমুদ এর মৃত্যুতে ইউকে বিডি টিভি ও অন্বেষার শোক প্রকাশ

October 9, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক, ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির প্রাক্তন সভাপতি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির চেয়ারম্যান, মৌলভীবাজার অন্বেষার সাবেক সভাপতি, উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) ও পদিনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি, নজরুল একাডেমী মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এ এস আব্দুল কাদির মাহমুদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে ইউকে বিডি টিভি ও অন্বেষা পরিবার।

মৌলভীবাজার অন্বেষার সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু ও সাধারণ সম্পাদক হৃষিকেশ দাশ পিন্টু, অন্বেষা মৌলভীবাজার ইউকের প্রধান সমন্বয়ক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কমিউনিকেশন ডিরেক্টর রাধা কান্ত ধর ও কালচারাল ডিরেক্টর হেলেন ইসলাম সহ নেতৃবৃন্দ এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ মহান আল্লাহু রাব্বুল আলামিন যেনো এই ভালো মানুষটিকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানান।

শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও অন্বেষা মৌলভীবাজার ইউকের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন ও মৌলভীবাজার জেলা সমিতি সহ অনেক সেবামূলক সংগঠন ও কার্যক্রমে সক্রিয় ছিলেন সাবেক অতিরিক্ত সচিব সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আব্দুল কাদির মাহমুদ।

ব্যক্তিজীবনে আব্দুল কাদির মাহমুদ ছিলেন সাদামাটা সহজ সরল মানুষ। ছিলেন একজন প্রকৃত সমাজসেবক। আমৃত্য মানুষের জন্য ও শিক্ষার উন্নয়নে কাজ করে গেছেন। উনার মৃত্যুতে সমাজ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে শোকবার্তায় নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, সাবেক অতিরিক্ত সচিব এ এস আব্দুল কাদির মাহমুদ গত ৩০ সেপ্টেম্বর সোমবার রাত সোয়া ৩টায় ঢাকাস্থ কল্যাণপুরের নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ গত ১ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার পৌর শহরের সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় জানাজার নামাজ বিকেল ৫টায় মরহুমের নিজ বাড়ি পদিনাপুরে অনুষ্ঠুত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com