সাবেক কৃষিমন্ত্রীকে কারাগার থেকে নেওয়া হয়েছে রিমান্ডে

November 30, 2024,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা হত্যার চেষ্ঠা ও  বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের এমপ্যি মো.আব্দুস শহীদকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

শনিবার ৩০ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ জেলা কারাগার থেকে একদিনের রিমান্ডের জন্য নিয়ে যায়। মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে জানান একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হবে। পরে আদালত থেকে আবারও কারাগারে পাঠানো হবে।

২৭ নভেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২নং আমলী আদালতের বিচারক মিছবাহ উল হক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৪ নভেম্বর আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়। শিক্ষক থেকে বিত্ত বৈভবের মালিক বনে যাওয়া মো: আব্দুস শহীদ ২৯ অক্টোবর ঢাকার বাসায় বিপুল পরিমান স্বর্ণলংকার,নগদ দেশী ও বিদেশী টাকাসহ উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আমিনুল ইসলাম জানান যুবদল নেতার দায়ের করা একটি মামলায় এক দিনের রিমান্ডে মৌলভীবাজার কারাগার থেকে তাকে শ্রীমঙ্গল থানায় আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com