সাবেক কৃষিমন্ত্রী মো: আব্দুস শহীদকে বিস্ফোরক আইনের মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর

November 27, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় পতিত আওয়ামীলীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেটের আদালতের ২নং আমলী আদালত। রিমান্ড মঞ্জুরের পর এজলাস থেকে বের হয়ে প্রিজন ভ্যানে উঠার আগে আদালত এলাকায় উপস্থিত উৎসুক জনতা ভুয়া ভুয়া ও চোর সহ নানা স্লোগানে ধিক্কার জানান তাকে।
বুধবার ২৭ নভেম্বর সকাল ১১টায় কড়া নিরাপত্তার মধ্যদিয়ে প্রিজন ভ্যানে করে আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তাকে ২নং আমলী আদালতের বিচারক মিছবাহুল হকের আদালতে তোলা হয়।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী জানান, আসামীর ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে বিবাদী পক্ষের আইনজীবি এডভোকেট মো: আলী জানান, উনার বয়স ও অসুস্থতা দেখিয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করেন। আদালত এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয় ব্যাপক পুলিশী নিরাপত্তা ব্যবস্থা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল আহাদ গত ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বিগত ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় ভূজপুর বাজার বিএনপির এমপি প্রাথী হাজি মুজিবুর রহমানের নির্বাচনী পথসভায় ১নং আসামী সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নির্দেশে তাদের পথসভায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। মামলায় এজাহার ভূক্ত ৫৫ জন আসামী ছাড়াও অজ্ঞাতনামা আরও অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছে।
এর আগে আদালতে হাজিরার জন্য গত ২৪ নভেম্বর সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো: আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com