সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

September 16, 2016,

স্টাফ রিপোর্টার॥ সাবেক সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পারিবারিক ও দলীয়ভাবে নানা আয়োজনে পালিত হচ্ছে।
বুধবার ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজারে সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গনে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত মহসীন আলীর সহধর্মিনী মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন।

14389873_297501523963180_14 মরহুমের আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত ও দোয়া করেন সবাই। এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে। পরিবারের উদ্যোগে নিজ বাসবভনে কোরান তেলাওয়াত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে। বিকেলে জেলা ছাত্রলীগের আয়োজনে সৈয়দ মহসীন আলীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

14389865_297501867296479_16
উল্লেখ্য সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে ২ বারের সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com