সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থানান্তর নিয়ে রাজনগরে পক্ষে বিপক্ষে চলছে  কর্মসূচি

February 15, 2022,

শংকর দুলাল দেব রাজনগরে সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থানান্তর নিয়ে চলছে পক্ষে বিপক্ষে বিভিন্ন আন্দোলন কর্মসূচি। কার্যালয়টি স্থানান্তরের বিপক্ষে ‘রাজনগর ব্যবসায়ী ও সাধারণ জনগনের’ ব্যানারে একপক্ষ ধর্মঘট, মানববন্ধন, প্রতিকী অনশন ও বিক্ষোভ মিছিল করছেন। অন্যদিকে ‘কলেজ পয়েন্ট ব্যবসায়ী ও সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের’ ব্যানারে স্থানান্তরের পক্ষে অপরপক্ষ অব্যাহত একই কর্মসুচি পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার একপক্ষ রাজনগর বাজারে বিক্ষোভ মিছিল ও অপরপক্ষ কলেজ পয়েন্টে অবরোধ কর্মসুচি পালন করে।

 সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯২ সাল থেকে উপজেলা পরিষদের ভিতর আইন মন্ত্রনালয়ের ভবনের কয়েকটি কক্ষ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চলছে। উপজেলা সাব-রেজিস্ট্রার ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ার কারণ দেখিয়ে জেলা রেজিস্টারের মাধ্যমে নিবন্ধন অধিদপ্তর বরাবর অফিসটি অন্যত্র সরিয়ে নেয়ার আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারি নিবন্ধন অধিদপ্তর থেকে সহকারী মহা-পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) শেখ মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত এক পত্রে স্থানান্তরের অনুমতি দেয়া হয়। আদিষ্ট হয়ে কার্যালয়টি স্থানান্তরের জন্য রাজনগর থেকে মৌলভীবাজার-কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ মহাসড়কের কলেজ পয়েন্ট নামক স্থানে একটি ভবন ভাড়া নেয়ার উদ্যোগ নেন সাব-রেজিস্ট্রার আজমেরি নির্ঝর। এনিয়ে রাজনগর দলিল লেখক সমিতি গত ১৫ দিন থেকে কলম বিরতি পালন করছে। দলিল সম্পাদন না হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। রাজস্ব হারাচ্ছে সরকার। গত ৭ ফেব্রুয়ারি সোমবার জেলা দলিল লেখক সমিতি রাজনগরে এক সভায় রাজনগরের দলিল লেখকদের কলম বিরতির সাথে একাত্মতা জানিয়েছে। এছাড়াও সাব-রেজিস্ট্রি কার্যালয়টি স্থানান্তরের বিপক্ষে ‘রাজনগর ব্যবসায়ী ও সাধারণ জনগনের’ ব্যানারে ধর্মঘট, মানববন্ধন, প্রতিকী অনশন ও বিক্ষোভ মিছিল কর্মসুচি চলছে।

এদিকে সরকারি আদেশ অনুযায়ী সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থানান্তরের পক্ষে ‘কলেজ পয়েন্ট ব্যবসায়ী ও সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দের’ ব্যানারে অপরপক্ষ অব্যাহত একই কর্মসুচি পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার তারা মৌলভীবাজার-কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ মহাসড়কের কলেজ পয়েন্ট নামক স্থানে অবরোধ কর্মসুচি ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় নথিপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তাই বিষয়টি বিবেচনা করেই নিবন্ধন অধিদপ্তর স্থানান্তরের অনুমতি সহ আদেশ দিয়েছে। এই নথিপত্র গুলো নষ্ট হলে রাজনগরের মানুষই ক্ষতিগ্রস্থ হবে। তাই কলেজ পয়েন্টে উপযুক্ত ভবনে সাব-রেজিস্টার কার্যালয়টি স্থানান্তরের পক্ষে তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

এব্যাপারে জেলা রেজিস্টার এসএম সোহেল রানা মিলন জানান, বর্তমান ভনটি একেবারেই ব্যবহারের অনুপযোগী হওয়ায় স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ দিয়েছেন। তবে যারা এর বিরোধীতা করছেন তাদের নিয়ে শীর্ঘই আলোচনায় বসবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com