সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

November 12, 2016,

স্টাফ রিপোর্টার॥ দেশের চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ  যুবমৈত্রী মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রথ্যাত কবি ও সাংবাদিক কমরেড সৌমিত্র দেব টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমরেড ইমতিয়াজ সাগ্নিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মশাহিদ আহমদ চুন্নু, যুব যুবমৈত্রী পৌর সভাপতি কমরেড জিয়াউর রহমান বাবলু, পৌর সম্পাদক কমরেড মাহমুদ এইচ খান, শ্রমিক নেতা কমরেড বুলবুল দেব।
প্রধান অতিথির বক্তব্যে সৌমিত্র দেব বলেন: অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশে আবার কি করে সাম্প্রদায়িক হামলা হয়? মুক্তিযোদ্ধের  চেতনা বুকে ধারণ করে এই দেশের যুব সমাজকে সচেতনতার সাথে সামাজিকভাবে এর প্রতিরোধ করতে হবে। যুবকরা পারেনা এমন কাজ কম আছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের শান্তি রক্ষায় কাজ করতে হবে।
আলেঅচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৌলভীবাজারের এই প্রজন্মেও জনপ্রিয় সংগীত শিল্পি ও সুরকার কেবি খান বিজয়, এমপিএল তারকা ঈশানা আরেফিন, ফুক স¤্রাট জাবেদ আহমদ,নিলয় ও স্থানীয় শিল্পিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com