সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ’সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’পালিত

November 9, 2016,

স্টাফ রিপোর্টার॥ ব্রাহ্মণবাড়ীয়াসহ দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে ’সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।
৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের চৌমোহনা চত্ত্বরে ’সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমদ। সিপিবি জেলা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে এবং মুজাহিদ আহমদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নীলিমেষ ঘোষ বলু, মঈনুর রহমান মগনু, জাহাঙ্গীর জয়েস, আব্দুল হাফিজ চৌধুরী ইমু, কামরুল হাসান মিজু ও মিটন দেবনাথ।
এসময় সৈয়দ আবু জাফর আহমদ বলেন, আওয়ামীলীগ ও বিএনপির অপরাজনীতির কারনে দেশে হিন্দু-মুসলমান বিভেদ বাড়ছে এবং সাপ্রদায়িক সন্ত্রাসের সৃষ্ঠি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য গণজাগরণ দরকার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com