সারা বিশ্বের বিবেক বাংলাদেশের জনগনের পক্ষে আছে : মৌলভীবাজারে আমীর খসরু মাহমুদ চৌধুরী (ভিডিওসহ)
স্টাফ রিপোর্টার॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগাররা সব হারিয়ে এখন সেল্ফি তোলে মনোবল চাঙ্গা রাখার প্রচেষ্ঠা চালাচ্ছে। ওই সেল্ফি তোলে কোন কাজ হবে না, সেল্ফি তোলে কোন লাভ নেই।
সারা বিশ্বের বিবেক বাংলাদেশের জনগনের পক্ষে আছে। আওয়ামীলীগের মনোবল এখন ভেঙ্গে গেছে। তাই আমাদের রাস্তায় থেকে অন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের মুক্তির সংগ্রামে জয়ী হতে হবে।
অবিলম্বে সংসদ বাতিল, নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্য ৬টার দিকে মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে মুষলধারে বৃষ্টির মধ্যে বিএনপির তারুণ্যের রোডমার্চ উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এজেডএএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ সভাপতি এম এ মুকিত, আশিক মোসাররফ, ফয়ছল আহমদ, নাছির উদ্দিন আহমদ মিঠু, মো: হেলু মিয়া, শওকতুল ইসলাম শকু, এডভোকেট আবেদ রাজা, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত শরিফুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি সম্পাদক জাকির হোসেন উজ্জল, জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের জি এম মোক্তাদির রাজু, সদস্য সচিব আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান সভাপতির বক্তব্যে বলেন আওয়ামীলীগ একটা দিবা স্বপ্ন দেখছে আগামী জানুয়ারী মাসে নির্বাচন হবে।
এই জানুয়ারি মাসে দেশে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধিনে কোনো নির্বাচন হবেনা। একটা ফুটবল খেলা খেলতে গেলে দুটি টিম লাগে।
ফুটবল খেলার এক টিম বিএনপি যদি খেলতে না যায় তাহলে কার সাথে খেলবে আওয়ামীলীগ। ঢাকায় কি একটা বাচ্চা দল বানাইছে তৃণমূল বিএনপির নাম ধরে।
উচ্ছিষ্ঠ ওই সমস্ত দিয়ে তারা নির্বাচনের দিবা স্বপ্ন দেখছে। ওই দিবা স্বপ্ন কোনো কাজে আসবে না। ওটা হলো শেখ হাসিনার ক্ষমতা আকড়ে ধরে রাখার শেষ প্রচেষ্ঠা মাত্র।
বিকাল ৩ টা থেকে বিএনপির রোডমার্চ ঘিরে জেলা বিএনপির নেতাকর্মীরা জেলার ৭ টি উপজেলা থেকে নানা শ্লোগান সম্বলিত প্লে-কার্ডসহ খন্ড খন্ড মিছিল নিয়ে রোডমার্চকে স্বাগত জানিয়ে শতশত বিএনপি ও অঙ্গসংগঠন সমুহের নেতাকর্মী গাড়ী বহর নিয়ে শেরপুরে সমাবেশে জড়ো হন। এসময় কয়েক হাজার তৃনমূল নেতাকর্মীরা সরকার পতনের একদফা দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মন্তব্য করুন