মৌলভীবাজারে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌর মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২৭ আগস্ট মঙ্গলবার সকাল সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বাসদ জেলা সমন্বয়ক এড. মঈনুর রহমান মগনু। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএমএ এর সাবেক সভাপতি ডা. এম এ আহাদ। প্রধান প্রশিক্ষক ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ও জনবান্ধব চিকিৎসক ডা. সত্যকাম চক্রবর্তী, অন্যন্য প্রশিক্ষকদের মধ্যে ছিলেন জেলা বাসদ সদস্য এম.খছরু চৌধুরী, মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডা. জয়দীপ পাল ও সদর উপজেলার মেডিকেল অফিসার ডাঃ সংঘ মিত্রা দে প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা টেক্স বার এসোসিয়েশনের সভাপতি বাসদ নেতা বদরুল হোসেন, বাসদ জেলা সদস্য এড. আবুল হাসান, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ মহসিন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাধুরী মজুমদার প্রমুখ ব্যক্তিবর্গ।
কর্মশালা আয়োজনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
মন্তব্য করুন