সিএনজিতে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ

October 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলায় সিএনজি অটোরিকশা চালিত যানবাহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। রাজনগর উপজেলায় বাসের বিকল্প হিসেবে প্রধান যানবাহন সিএনজি চালিত অটোরিকশা। প্রতিদিনই রাজনগর উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ মৌলভীবাজার শহরে যাতায়াত করে সিএনজি চালিত অটোরিকশার মাধ্যমে।
বিগত কয়েকদিন যাবত উপজেলার মৌলভীবাজার-রাজনগর,মৌলভীবাজার-মুন্সিবাজার,মৌলভীবাজার-টেংরা রোডে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে।
রাজনগর সদর ইউনিয়নের খাঁরপারা গ্রামের শাহ আবু বকর বলেন, গতকাল জরুরী প্রয়োজনে আমাকে শহরে যেতে হয়, কিন্তু আসা যাওয়ার সময় আমাকে রাজনগর থেকে মৌলভীবাজার ২০ টাকা ভাড়ার পরিবর্তে ৩০ টাকা প্রদান করতে হয়েছে।
গয়াসপুর গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, বিগত দুইদিন ব্যবসায়ীক কাজে আমাকে শহরে যেতে হয়েছে মুন্সিবাজার থেকে মৌলভীবাজার ৩০ টাকা ভাড়ার পরিবর্তে উভয় দিন আমাকে ৪০ টাকা আসা-যাওয়ায় প্রদান করতে হয়েছে। একই অভিযোগ করেছেন ডেফলউড়া গ্রামের কলেজ ছাত্র মাসুম আহমেদ, টেংরা বাজার থেকে মৌলভীবাজার ২০ টাকা ভাড়ার পরিবর্তে ৩০ টাকা প্রদান করতে হয়েছে।
এ ব্যাপারে মুন্সিবাজার দক্ষিণ বাজার সিএনজি অটোরিকশা স্টেন্ডের সভাপতি জয়নাল মিয়া বলেন, আমরা তালিকা অনুযায়ী মুন্সিবাজার থেকে মৌলভীবাজার ৩০ টাকা ভাড়া গ্রহণ করছি অতিরিক্ত কোন প্রকার ভাড়া গ্রহণ করছি না। স্টেন্ডের সেক্রেটারি সেবুল আহমেদ বলেন, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ এখনো আসেনি কোনো যাত্রী আমার স্টেন্ডের ড্রাইভার এর বিরুদ্ধে অভিযোগ প্রদান করলে কমিটি সেই ড্রাইভারের এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে।
রাজনগর বাজার স্ট্যান্ডার্ড সভাপতি জামাল মিয়া বলেন, রাজনগর থেকে মৌলভীবাজার ২০ টাকা ভাড়া গ্রহণ করা হচ্ছে। অতিরিক্ত কোন ভাড়া রাজনগর বাজারের সিএনজি অটোরিকশার ড্রাইভার গ্রহণ করছেন না। তবে বাস্তবিক অর্থে এ নিয়ে চাপা ক্ষোভ দেখা দিয়েছে রাজনগরের সাধারণ জনগণের মধ্যে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com