সিএনজি অটোরিক্সা গাড়ী ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারে কতিপয় চিহিৃত দুষ্কৃতিকারী কর্তৃক সিএনজি চালিত অটো রিক্সা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ মে সোমবার দুপুরে ঢাকা-সিলেট রোডস্থ সিএনজি ফিলিং স্টেশনের সামনে মৌলভীবাজার জেলা অটো, টেম্পু, সিএনজি, শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি নাজমুল হক শিবলু, সহ-সহ-সভাপতি শেখ রুমেল আহমদ, পশ্চিম শহরতলী সিএনজি মালিক সমিতির সভাপতি এলাইচ মিয়া, মালিক সমিতির সাবেক সহ-সম্পাদক মোঃ শামীম আহমদ, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কাগাবগা ও শমশেরগঞ্জের সভাপতি এ কে এম আখলু মিয়া ও রায়হান আহমদ বাবলু।
এছাড়াও প্রত্যেক সমিতির সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১১ মে শনিবার দূপুরে মৌলভীবাজার শহরতলীর হিলালপুর এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রুবেল মিয়া গণপিঠুনিতে আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। এদিকে রুবেলের মৃত্যুর খবর শোনে তার বড় ভাই পীর আজাদের নেতৃত্বে নিহত রুবেলের সহযোগীরা সিলেট-মৌলভীবাজার সড়কে চলাচলকারী গাড়ী এলোপাতাড়ি ভাংচুর করে।
মানববন্ধনে বক্তারা বলেন, যে বা যারা এসব কাজে সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য করুন