সিএনজি অটোরিক্সা গাড়ী ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

May 20, 2019,

সাইফুল্লাহ হাসান॥  মৌলভীবাজারে কতিপয় চিহিৃত দুষ্কৃতিকারী কর্তৃক সিএনজি চালিত অটো রিক্সা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ মে সোমবার দুপুরে ঢাকা-সিলেট রোডস্থ সিএনজি ফিলিং স্টেশনের সামনে মৌলভীবাজার জেলা অটো, টেম্পু, সিএনজি, শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি নাজমুল হক শিবলু, সহ-সহ-সভাপতি শেখ রুমেল আহমদ, পশ্চিম শহরতলী সিএনজি মালিক সমিতির সভাপতি এলাইচ মিয়া, মালিক সমিতির সাবেক সহ-সম্পাদক মোঃ শামীম আহমদ, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কাগাবগা ও শমশেরগঞ্জের সভাপতি এ কে এম আখলু মিয়া ও রায়হান আহমদ বাবলু।
এছাড়াও প্রত্যেক সমিতির সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১১ মে শনিবার দূপুরে মৌলভীবাজার শহরতলীর হিলালপুর এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রুবেল মিয়া গণপিঠুনিতে আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। এদিকে রুবেলের মৃত্যুর খবর শোনে তার বড় ভাই পীর আজাদের নেতৃত্বে নিহত রুবেলের সহযোগীরা সিলেট-মৌলভীবাজার সড়কে চলাচলকারী গাড়ী এলোপাতাড়ি ভাংচুর করে।
মানববন্ধনে বক্তারা বলেন, যে বা যারা এসব কাজে সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com