সিডনিতে মানসিক স্বাস্হ্য’র “পিয়ার এডুকেটর” হিসাবে নিয়োগ পেলেন ৫ জন বাংলাদেশী
মোহাম্মদ জুমান হোসেন॥ সিডনিতে মানসিক স্বাস্হ্য’র “পিয়ার এডুকেটর” হিসাবে নিয়োগ পেলেন ৫ জন বাংলাদেশী। ক্রমানয়ে নবধারা নিউজ’র সন্পাদক আবুল কালাম আজাদ খোকন, ডা: মনজুর আহমদ খান, কানিতা আহমেদ, তাহমিদ ইসলাম ও সাইফিনাজ জাহাঙ্গীর। এই পাঁচজন “পিয়ার এডুকেটর” বাংলাদেশী কমিউনিটিতে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবেন।
৪ মে’ “পিয়ার এডুকেটর” উল্লেখিত ব্যক্তিদ্বয় কোর্স সন্পন্ন করে সার্টিফিকেট গ্রহন করেন। এন,এস,ডব্লিউ হেলথ (মেন্টাল হেলথ) সার্ভিসের ফ্যাসিলিটেটর ও কমিউনিটি ডেভেলোপমেন্ট কোডিনেটর অকুপেশনাল থেরাপিষ্ট এন্জেলা ক্রু এবং অ্যাডভান্স ডাইভারসিটি সার্ভিসেস’র রুবিনা হক (স্যাটেলমেন্ট অফিসার) তাদেরকে প্রশিক্ষক হিসাবে গড়ে তোলেন। বে-সাইড কাউন্সিলের অর্থায়নে এই ট্রেইনারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। সমগ্র বিশ্বে এটি একটি স্বীকৃত ও গুরুত্বপূর্ন পেশা।
বাংলাদেশী কমিউনিটিতে “মানসিক স্বাস্হ্য’র প্রশিক্ষক” হিসেবে কাজ করার সুযোগ বাঙ্গালীদের এটাই প্রথম। প্রতিকার মূলক ও শিক্ষা মূলক পদ্ধতির ব্যবহার করে মানষিক রোগ সম্পর্কিত তথ্য প্রদান করে জনগনকে সচেতন করা হবে। ঈদ-উল-ফিতর এর পর প্রথম সেমিনারের আয়োজন করা হয়েছে অ্যাডভান্স ডাইভারসিটি সার্ভিসেসের অফিস হলরুমে। একটি মহিলা সেশন এবং অন্যটি হবে পুরুষ সেশন। ট্রেনিংয়ে অংশ নিতে আগ্রহীদের সেশনের তারিখ পরবর্তীতে পত্রিকার মাধ্যমে আপনাদের জানিয়ে দেয়া হবে।
মন্তব্য করুন