সিরাজুদ্দৌলার ২৬২তম শাহাদাত বার্ষিকীতে মুজিবুর রহমান মুজিব রচিত পলাশীর যুদ্ধ বিষয়ক গ্রন্থের মোড়ক উম্মোচন
স্টাফ রিপোর্টার॥ প্রবীন আইনজীবী বর্ষীয়ান সাংবাদিক-গবেষক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের ইতিহাস গ্রন্থ-“সুবে বাংলার সিপাহ শালার বেঈমান মীর জাফর আলী খাঁন আর নয় পলাশী, আর নয় মীর জাফর-” গ্রন্থের মোড়ক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই বিকাল তিন ঘটিকায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির তিন নম্বর ভবনে বিশিষ্ট আইনজীবী, কবি ও সম্পাদক এডভোকেট কিশোরীপদ দেব শ্যামলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি জেলা বারের সাবেক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, সাংবাদিক ফোরমের সভাপতি বকশি ইকবাল আহমদ, সোনালী ব্যাংক এর অবসর প্রাপ্ত কর্মকর্তা এডভোকেট এইচ এম. মুশতাক আহমদ, জেলা লেখক ফোরামের সভাপতি ব্যাংকার এডভোকেট মোঃ আবু তাহের।
সভার শুরুতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার ২৬২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দাড়িয়ে নীরবতা পালন এবেং মরহুম নবাবের রুহের মাগফিরাত কামনা করা হয়। আলোচনার শুরুতে পলাশীর যুদ্ধও গ্রহ্ণকার মুজিবুর রহমান মুজিব বিষয়ক স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও ব্যামবিদ এডভোকেট ভূষনজিত চৌধুরী মিলন। সভার সভাপতি ও গ্রন্থকারকে বিপুল ভাবে মাল্য ভূষিত ও পুস্পস্তবক প্রদানের পর আলোচনায় অংশ গ্রহণ করেন জেলার বারের সহ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, জি.পি. ভি.পি এডভোকেট নিখিল রঞ্জন দাস, এডভোকেট মোঃ আবুল কাসেম, এডভোকেট তপন চন্দ্র পাল তপু, বীর মুক্তিযোদ্ধা ছামসুদ্দীন আহমদ ছানু এবং অন্যান্য অতিথি বৃন্ধ।
বক্তাগণ প্রবীন লেখক-গবেষক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিবের গবেষনা মুলক গ্রহ্ণ-সুবে বাংলার সিপাহ সালার বেঈমান মীর জাফর আলী খাঁন, আর নয় পলাশী, আর নয় মীর জাফর”- তথ্য বহুল গ্রহ্ণের ভূয়শী প্রশংসা করতঃ মুক্তি যুদ্ধের উপর স্মৃতি কথা লেখার দাবী জানান। লেখক- গবেষক মুজিবুর রহমান মুজিব তার সুদীর্ঘ বক্তৃতায় তার গ্রন্থের প্রশাংসা এবং তাকে সম্মাননা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মুক্তি যুদ্ধ বিষয়ক প্রন্থের প্রণয়নের অঙ্গীঁকার প্রদান করেন।
সভাপত্বির ভাষনে বিশিষ্ট আইনজীবী কবি সম্পাদক ও মানবাধিকার সংঘটক কিশোরীপদ দেব শ্যামল স্বাধীনতা উত্তর কালে প্রকাশনা উৎসব মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তাঁর নিজের ও গ্রন্থকার মুজিবুর রহমান মুজিব গুরুত্ব পূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে উপস্থিত সুধী বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্য আইনজীবী সাংবাদিক ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র শুভানুষ্ঠানিটি প্রানবন্ত ভাবে সঞ্চালনা করেন এডভোকেট এ,পি,পি কাঞ্চন কুমার দাস গুপ্ত।
মন্তব্য করুন