সিরিয়ান রিফিউজিদের সাহাযার্থে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

October 30, 2016,

যুক্তরাজ্য প্রতিনিধি॥ সিরিয়ান অসহায় বিপদগ্রস্থ রিফিউজিদের জন্য একটি ব্যতিক্রমী ফান্ড রেইজিং এর উদ্যোগ গ্রহন করা হয়েছে । হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ইউকে আয়োজনে ও যুক্তরাজ্যের কয়েকজন উদ্যমী যুবক যবতীদের সহযোগিতায় এ মহতী কাযর্ক্রম বাস্তবায়িত হচ্ছে।
এ উপলক্ষে সিরিয়ান রিফিউজিদের সাহাযার্থে
যুক্তরাজ্য থেকে ১৫ জন বৃটিশ বাংলাদেশী স্বেচ্ছাসেবী শনিবার ২৯ অক্টোবর লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়নার উদ্দেশে যাত্রা শুরু করে।
তারা এশিয়ার বৃহত্তর দেশ চায়নার গ্রেট এওয়ালে ৯০ কিলোমিটার পথ পায়ে হেটে ফান্ড সংগ্রহ করবে। ইতোমধ্যে অংশগ্রহণকারীরা জাস্ট গিভিং এর মাধ্যমে প্রতিজন দুইহাজার পাছশত পাউন্ড সংগ্রহ করেছে।
চায়না সফরে এ ব্যতিক্রমী উদ্যোদের প্রতিনিধি দলের সাথে রয়েছেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ল্ন্ডনের কর্মকর্তা খয়রুল শহীদ ,টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট গুপের ডেপুটি লিডার কাউন্সিলার মাহবুব আলম, তাজ একাউনটেন্ট এর এমডি একাউনটেন্ট নুরুজ্জামান সহ যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের ১৫ জন স্বেচ্ছাসেবী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com