সিলেটগামী পাহাড়িকা ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা!
প্রনীত রঞ্জন দেবনাথ : চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ইঞ্জিন বিকল হয়ে সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর রেলওয়ে স্টেশনে আটকা ছিল। ফলে সিলেটগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়তে হয়েছে। প্রায় ৫ ঘন্টা পর ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) ট্রেন মঙ্গলবার বিকেল ৩টার দিকে শমশেরনগর স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিষয়টি রেলের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর আখাউড়া থেকে শমশেরনগর রেলস্টেশন পথে রিলিফ লোকোমেটিভ ইঞ্জিন পাঠানো হয়। রিলিফ ট্রেন আসার পর রাত সোয়া ৮টায় ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রিলিফ ট্রেন শমশেরনগর রেল স্টেশনে এসে ইঞ্জিন মেরামতের পর রাত সোয়া ৮টায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।
মন্তব্য করুন