সিলেটের জৈন্তাপুরে মাদরাসা ছাত্র হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

March 1, 2018,

স্টাফ রিপোর্টার॥ সিলেটের জৈন্তাপুরে আটরশী ভন্ড সন্ত্রাসীদের হামলায় নিরীহ মাদরাসা ছাত্র হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার ১ মার্চ রাতে মৌলভীবাজার প্রেসক্লাবে মাদারিসে ক্বাওমিয়া পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি এ অয়োজন করে। সংবাদ সম্মেলনে মাদারিসে ক্বাওমিয়া পরিষদ মৌলভীবাজার জেলা আহবায়ক মাওলানা সৈয়দ মাসউদ আহমদের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন মাদারিসে কাওমিয়া পরিষদের যুগ্ন সদস্য সচিব হাফেজ মাওলানা মঈনুল হক চৌধুরী।

লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ ফেব্রুয়ারী সিলেটের জৈন্তাপুর উপজেলার আশামপুরের আমবাড়ী এলাকায় দীর্ঘদিন যাবত স্থানীয় ইউপি চেয়ারম্যান অসাধু ব্যবসায়ী এখলাছের পৃষ্ঠপোষকতায় আটরশী পীরের অনুসারীরা ইসলামী মাহফিলের নামে অসামাজিক কার্যকলাপ করে আসছিল। এবছরও মাহফিলের উদ্যোগ নিলে ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাতে আপত্তি জানান।

পরে প্রশাসনের হস্তক্ষেপে হরিপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সালামকে সভাপতি করে ইসলামী মাহফিলের শর্তে অনুমতি দেওয়া হয়। সভাপতিত্ব করা অবস্থায় একজন আলোচক যাকাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে কুরআন হাদীসের অপব্যাখ্যা করে গালিগালাজ করতে শুরু করেন। সভাপতি বিষয়ের উপর আলোচনা করার জন্য মাওলানাকে অনুরোধ জানালে ঐ মাওলানা সভাপতিকে শারিরিকভাবে আক্রমণ করতে উদ্যত হন।

লিখিত বক্তব্যে তিনি আরোও বলেন, এমন সময় চেয়ারম্যানের নির্দেশে আটরশির শ্রোতা ও অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হরিপুর মাদরাসার শিক্ষক আব্দুস সালাম ও কয়েকজন ছাত্রকে আক্রমণ করে।  আক্রমণে মাদরাসার ছাত্র মোঃ মুজাম্মিল আলী ঘটনাস্থলেই মারা যায় এবং মাওলানা আব্দুস সালাম গুরুতরভাবে আহত হন।

ঐ ঘটনার পর আটরশির ভক্তরা নিজেরা গ্রামের ঘরবাড়িতে আগুন জালিয়ে হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মাদরাসার শিক্ষক ও ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন মাদারিসে ক্বাওমিয়া পরিষদ মৌলভীবাজার জেলা আহবায়ক মাওলানা সৈয়দ মাসউদ আহমদ, যুগ্ন আহবায়ক মাওলানা শেখ নূরে আলম হামিদী, সদস্য সচিব মাওলানা কামরুজ্জামান, যুগ্ন সদস্য সচিব মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, সদস্য হাফেজ মাওলানা শাহ মাহমুদুর রশীদ, মাওলানা হাবীবুল্লাহ মাহমূদী, মাওলানা আলতাফুর রহমান সাদিকী, মাওলানা রিয়াজুল হাসান সেজুল, মাওলানা সুলাইমান আহমদ তালুকদার, আরিফ আহমদ চৌধুলী, বদরুল ইসলাম রুমান, অলিউর রহমান ও সাদিকুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com