সিলেটের শিববাড়ীতে গ্রেনেড বিষ্ফোরণে আহত বড়লেখার বিদ্যুৎ পালকে প্রশাসনের সহায়তা

April 29, 2017,

আবদুর রব॥ সিলেটের শিববাড়ীর আতিয়া মহলের অদুরে হুমায়ুন চত্ত্বরে জঙ্গিদের ছোড়া গ্রেনেড বিষ্ফোরণে গুরুতর আহত বড়লেখার দরিদ্র চিড়ামুড়ি বিক্রেতা বিদ্যুৎ পালকে শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ১৫ হাজার টাকার চেক ও একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ও ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন বিপ্লবের বাড়িতে গিয়ে স্ত্রী গীতা রাণী পালের হাতে সহায়তার চেক ও সেলাই মেশিন তুলে দেন। এসময় আ’লীগ নেতা সাধন চন্দ্র পাল, সুব্রত কুমার দাস শিমুল, আবসরপ্রাপ্ত শিক্ষক জগদিশ চন্দ্র পাল, যুবলীগ নেতা শাহাব উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২৫ মার্চ বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষাকালে শিববাড়ির আতিয়া মহলের অদুরে হুমায়ুন চত্ত্বরে জঙ্গিদের ছোড়া গ্রেনেড হামলায় আহত হন বড়লেখার দরিদ্র ফেরিওয়ালা বিদ্যুৎ পাল। গ্রেনেডের অসংখ্য স্প্রিন্টার পা, বুকসহ শরীরের বিভিন্ন অংশে ঢুকে যায়। নিজের চিকিৎসা ও স্ত্রী সন্তানের ভরণ পোষণের চিন্তায় তিনি চোখে অন্ধকার দেখেন। বিপ্লব পাল বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দ. ইউনিয়নের নিজ দক্ষিণভাগ গ্রামের মৃত কিরেন্দ্র পালের দ্বিতীয় ছেলে।
ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন জানান, আহত বিপ্লব পালের স্ত্রী যাতে মানুষের পোষাক সেলাই করে সন্তানদের লেখাপড়া ও পরিবারের ভরণপোষন চালাতে পারেন সেজন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৫ হাজার টাকার চেক ও একটি সেলাই মেশিন দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com