সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানারে আগুন, কর্তৃপক্ষের মামলা দায়ের, আটক -১

August 28, 2016,

স্টাফ রিপোর্টার॥ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানারে অগ্নিসংযোগ এবং ব্যানার ছিড়ে মাটিতে ফেলে অবমাননার দায়ে এক ব্যক্তিকে আটক করেছে কতোয়ালী থানা পুলিশ । আটককৃতের নাম : আছাব উদ্দিন (৪৮)। সে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শামীমাবাদ এলাকার মৃত উস্তার আলীর ছেলে । এস.আই ইউ কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ২৭ আগষ্ট শনিবার  রাতে তাকে গ্রেফতার করা হয়। সিলেট কতোয়ালী থানা মামলা নম্বর ২৭, মামলার এজাহার থেকে জানা যায় ১৫ আগস্ট রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি গেইটে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালায় এবং এক পর্যায়ে টেনে-হিচড়ে ছিড়ে ফেলে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করে থানায় মামলা করে।
এদিকে বঙ্গবন্ধুর ছবি অবমননার ঘটনায় শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সকল মহলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com