সিলেট বিভাগের একমাত্র নারী ইউপি চেয়ারম্যান বুবলির দায়িত্বভার গ্রহন
বিশেষ প্রতিনিধি॥ সিলেট বিভাগের একমাত্র নারী ইউপি চেয়ারম্যান কুলাউড়া উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের নার্গিস আক্তার বুবলি ৩১ জুলাই রোববার কুলাউড়া সদর ইউনিয়নে দায়িত্বভার গ্রহন করেছেন। বিদায়ী চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলির স্বামী শাহজাহানের সভাপতিত্বে ও ইউপি সচিব তুষার কান্তির পরিচালনায় অনুষ্ঠানে নার্গিস আক্তার বুবলি বলেন, জনগন ঐতিহাসিক রায় দিয়ে আমাকে যে গুরুদায়িত্ব অর্পন করেছেন আমি সে আমানত জনগনকে সাথে নিয়ে পালন করে সদর ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো। তিনি আরো বলেন, ইউনিয়নের অবহেলিত নারী সমাজের অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা সোচ্ছার থাকবো। তিনি দলমত নির্বিশেষে তাকে বিজয়ী করায় ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনকে আন্তরিক অভিনন্দন জানান। অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সেক্রেটারী হোসেন মনসুর, সংবাদকর্মী এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ইউপি সদস্য ছালিক আহমদ, ছাত্রলীগ নেতা জুনাব আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্যা বৃন্দা রানী গোয়ালা, মিনারা বেগম, ইউপি সদস্য চেরাগ আলী, রাজু আহমদ, জমশেদ আলী, রফি উল্ল্যাহ, আব্দুস ছবুর চৌধুরী, জমির আলী প্রমুখ। পরে আনুষ্টানিকভাবে বিদায়ী চেয়ারম্যান শাহজাহান নতুন চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলিকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ।
মন্তব্য করুন