সিলেট বিভাগে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার রাজনগর থানার শওকত ভূঁইয়া

July 11, 2023,

রাজনগর প্রতিনিধি॥ সিলেট বিভাগের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন রাজনগর থানার উপপরিদর্শক এসআই মো. শওকত মাসুদ ভূঁইয়া।

সিলেট বিভাগের ডিআইজি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট বিভাগের ডিআইজ শাহ মিজান শাফিউর রহমান এসআই শওকত মাসুদ ভূঁইয়ার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

এপ্রিল থেকে জুন পর্যন্ত অনুদঘাটিত মামলার রহস্য উদঘাটনে অবদান রাখায় তাকে সিলেট বিভাগের শ্রেষ্ট মামলা তদন্তকারী অফিসার হিসেবে মনোনীত করা হয়।

জানা যায়, উপপরিদর্শক (এসআই) মো. সওকত মাসুদ ভূঁইয়া রাজনগরের হাজিনগর চা বাগান থেকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারের অটোচালক শাব উদ্দীন (৩৫) লাশ চলতি বছরের ২৭ মে রাজনগর থানা পুলিশ হাজি নগর চা বাগান থেকে উদ্ধার করে।

রাজনগর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। মামলার তদন্তভার পরে থানার উপপরিদর্শক (এসআই) মো. সওকত মাসুদ ভূঁইয়ার ওপর। হত্যার সাথে সংশ্লিষ্ট সরাসরি কোন ক্লু না থাকায় বিপাকে পড়ে পুলিশ।

এরই মধ্যে তদন্তকর্মকর্তা খবর পান কুলাউড়া উপজেলার মিশন এলাকার রজব আলী নামে এক ব্যক্তি রক্তমাখা শার্ট গায়ে দিয়ে বাসায় ঢুকেছিল।

কিন্তু সে হত্যার সাথে জড়িত কি না নিশ্চিত ছিলেন না। পরে কয়েকদিন ওই এলাকায় রেকি করেন। এক সময় বেরিয়ে আসে ঘটনার মূল আসামী।

আদালতে বর্ণনা দেয় কিভাবে হত্যা করেছিল অটোচালক শাব উদ্দীনকে। এছাড়াও রাজনগরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়ার পরই একদল প্রতারক টাকাগুলো হাতিয়ে নিত। এভাবে রাজনগর, তারাপাশা ও মুন্সিবাজারে পরপর কয়েকটি ঘটনা ঘটে।

এসব ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এসব ঘটনায় তদন্তে নামেন এসআই শওকত মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে রাজনগর থানার একদল পুলিশ।

অবশেষে ঘটনার কয়েকদিনের মধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে ৮ জনেরও বেশি আসামী গ্রেপ্তার করেন।

এছাড়াও বেশ কয়েকটি গরু চুরি চক্রকে গ্রেপ্তার করেন। এসব ঘটনায় তাকে সিলেট বিভাগের শ্রেষ্ট মামলা তদন্তকারী অফিসার হিসেবে মনোনীত করা হয়।

এ অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজ নাবিল জাফরিন রীনা, এম এ জলিল, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com