সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ওসি আমিনুল ইসলাম

April 22, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : সিলেট রেঞ্জের শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম।

সোমবার ২২ এপ্রিল সিলেট রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় রেঞ্জ সেরা অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামের হাতে সম্মাননাপত্র ও পুরস্কার তোলে দেন সিলেটে রেঞ্জ ডিআইজি মো: মুশফেকুর রহমান।

এ সময় সিলেট রেঞ্জের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, সিলেট বিভাগের ৪টি জেলার পুলিশ সুপার এবং রেঞ্জের সিনিয়র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ওসি মো: আমিনুল ইসলাম এর আগে গত ১৭ এপ্রিল মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভায় গত মার্চ মাসে শ্রীমঙ্গল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

বিভাগের শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় ওসি আমিনুল ইসলাম উর্দ্বতন সকল কর্মকর্তা এবং শ্রীমঙ্গল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করায় শ্রীমঙ্গল থানায় কর্মরত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com