সুখী দেশের তালিকায় বাংলাদেশ ও ভারত

March 22, 2017,

সাদেক আহমেদ॥ যখন পদে পদে দেখি বিপদ আমাদের চলার পথে বাধা বিপত্তি লেগেই আছে। রেলপথে নতুন চাকচিক্যে ভরা সিলেটের লাইনের ট্রেনে এক বছর যেতে না যেতেই ছাড়পোকা আক্রমন শুরু করেছে। তার মধ্যে আছে দাঁড়ানো অবস্থায় যাত্রী। হঠাৎ করে এক সাথে উঠে বসে ভিক্ষুক, হকার ও হিজড়ারা সংঘঠিত হয়ে। তারা যে এত বেপরোয়া, প্রতিবাদ করলে মারমুখী হয়ে ধেয়ে আসে। পরিবার নিয়ে গেলে হিজড়ারা যে কোন ধরনের গালি দেয় এবং অঙ্গ-ভঙ্গি করে। যা তাদের কাছে কোন ব্যাপারই না। এরমধ্যে ঢাকায় এসে একটু নিশ্বাসের জন্য সদরঘাটে গিয়ে পরিবর্তনের আশায় চড়ে বসি সুন্দরবন নামের সুন্দর বড় লঞ্চে। বুড়িগঙ্গা নদীর পানি এত দূষিত ও বর্জ্যে ভরা কে এর প্রতিকার করবে? ধীরে ধীরে ঐ ময়লা ও দুর্গন্ধময় বিষাক্ত পানি ছেড়ে চাঁদপুরের দিকে বরিশালে চলে যাই। কি আর করা? এখনও মনে করি রেলপথের বিড়ম্বনা থেকে বিলাস বহুল লঞ্চে নৌপথ এখনও আরামদায়ক। যদি তা কেবিন হয়।
বাংলাদেশকে বিশ্বের সুখী দেশের তালিকায় ১১০তম স্থানে দেওয়া হয়েছে। ভারতের অবস্থান ১২১, বাংলাদেশকে তারা সীমান্ত হত্যা এবং রাও বাবুদের জালে তথা কব্জায় নেওয়ার পরেও আমাদের চেয়ে ওরা পিছিয়ে আছে। আমাদের দেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী, সহজ, সরল ও অতিথী পরায়ন। মহান আল্লাহ ও গাউছ কুতুব আউলিয়া হযরত শাহজালাল (রঃ) এদেশের পবিত্র মাটিতে শুয়ে আছেন। নবী রসুলগণ আমাদের দেশের সহজ সরল মানুষের জন্য সব সমই দোয়া করেন। যদি কোন দেশ আমাদের শোষণ না করত তাহলে আমরা বিশ্বের ৫০ তম দেশের সুখী দেশের পর্যায়ের যেতে পারতাম। কি আর করা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com