(ভিডিওসহ) সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ মার্চ দূপুরে শহরের চৌমোহনা চত্তরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট,জাতীয় হিন্দু যুব মহাজোট, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে শেষ হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মাখন লাল দাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পিযুষ কান্তি সেন, সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট বিষ্ণুপদ ধর, সাধারণ সম্পাদক নিপেন্দ্র পালসহ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান সহ অন্যন্যরা
এসময় বক্তারা শাল্লার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মন্তব্য করুন