সুপ্রীম কোর্টের সামনে কোন দেবীর মূর্তি থাকতে পারবে না হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী
বড়লেখা প্রতিনিধি॥ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরী বলেছেন, সুপ্রীমকোর্ট অত্যন্ত সম্মানের স্থান। যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মুসলমান নারী-পুরুষ বিচার পেয়ে থাকে। আর ন্যায়বিচারের মালিক একমাত্র মহান আল্লাহ। কিন্তু বর্তমানে সুপ্রীমকোর্টের সামনে গ্রীক দেবী নামে মূর্তি স্থাপন করে তাকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। যা ইসলাম ও কোরআন-সুন্নাহর সম্পুর্ণ পরিপন্থী। ৯০ ভাগ মুসলমানের দেশে সর্বোচ্চ আদালতের সামনে কোন মূর্তি থাকতে পারবে না। সুপ্রীমকোর্টের সামনে মূর্তি স্থাপন করে দেশের ১৬ কোটি মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। যদি এ মূর্তি সরানো না হয় তবে, দেশের সুমলমানরা গণতান্ত্রিক অধিকার নিয়ে দেশে বিপ্লব গড়ে তুলবে।
তিনি বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল ইউনিটি তরুণ সংঘ আয়োজিত এক ইসলাামী মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্তব্য করুন