সুবিধাবঞ্চিত গরিব-দুস্থ মানুষের মাঝে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ২শ সুবিধাবঞ্চিত গরিব-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক উপহার বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ।
মঙ্গলবার ২৫ মার্চ সকালে ভানুগাছ রোডের জেলা পরিষদ অডিটোরিয়াম এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্থিক উপহার বিতরণ করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন।
সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া এবং শ্রীমঙ্গল নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি মোসাব্বির আল মাসুদ, সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাত, শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সদস্য ফারুক আহমেদ, আলফাজ উদ্দিন, মোহাম্মদ আলী, মকসুদ আলী, সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান , সাংবাদিক জামাল হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন