সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির ব্যতিক্রম আয়োজন

May 4, 2017,

এহসান বিন মুজাহির॥ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি ব্যতিক্রম ইভেন্ট ‘নীড় হারা পাখিদেও আনন্দ’ এর আয়োজন করে। শ্রীমঙ্গল পৌরসভার শহীর মিনার প্রাঙ্গণে আজ সকালে এ আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইভেন্টের বিভিন্ন অধিবেশেনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গ পৌর কাউন্সিলর মীর এমএ সালাম, সাংবাদিক মামুন আহমেদ, সাংবাদিক ইমাম হোসেন সোহেলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠঅনের অ্যাজেন্ডায় হাতে কলমে শিখা, মুখস্থকরণ, ফানুস খেলা, মুরগী লড়াই, কবিতা, ছড়া, সংগীত, কৌতুক এবং প্রতিযোগিতাসহ প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ২৪ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সেই সাথে অংশগ্রহণকারী সবাইকে ‘শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র পক্ষ থেকে দেওয়া হয় একটি করে টি-শার্ট। পরিশেষে সুবিধাবঞ্চিত শিশুদেরকে দুপুরের খাওয়ানো হয়।
অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করায় ‘শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান সোসাইটর সভাপতি মো: শামিম মিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com