সৃজন ঘর সাহিত্য ফোরামের লেখালেখির প্রশিক্ষণ কর্মশালা
এহসান বিন মুজাহির॥ কওমি পড়ুয়া শতাধিক শিক্ষার্থীদের নিয়ে লেখালেখি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মৌলভীবাজারের সৃজনঘর সাহিত্য ফোরামের উদ্যোগে ১৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জবাজারে নাজাত ইসলামী মারকাজের কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপিতত্ব করেন সৃজনঘরের সভাপতি হাফিজ মাওলানা আহমদ কবীর খলীল।
কবি মীম সফিয়ানের সঞ্চালনায় পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করেন কবি ও কলামিস্ট মুসা আল হাফিজ, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, বিশিষ্ট সাহিত্যিক মাওলানা যাইনুল আবিদীন।
কর্মশালায় সঙ্গিত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আহমদ আবদুল্লাহ, কাজি আমিন, শালীন আহমেদ ও দাবানলের শিল্পীরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৃজনঘরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফ রাহমান এবং পরিচিতিমূলক বক্তব্য দেন তথ্য ও গবেষনা সম্পাদক মাওলানা হামমাদ রাগিব।
কর্মশালায় অনলাইন বিষয়ক সম্পাদক, ছড়াকার হাম্মাদ তাহমীমের প্রথম ছড়াগ্রন্থ “ছন্দপাতার দ্বন্দগুলো”র মোড়ক উন্মোচন করা এবং ২০১৬-১৭ সেশনের সৃজনঘর সভাপতি আহমদ কবীর খলীল এবং সম্পাদক সাইফ রাহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সৃজনঘর। অনলাইন বিষয়ক সম্পাদক কবি হাম্মাদ তাহমীমকে (তাঁর প্রথম ছড়াগ্রন্থের জন্যও) সম্মাননা ক্রেস্ট প্রদান করে সৃজনঘর।
মন্তব্য করুন