(ভিডিওসহ) যায়যায়দিনের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : সেই শৈশব, কৈশর ও কলেজ জীবনে যায়যায়দিন খুঁজে বের করতাম : পুলিশ সুপার

June 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ পাঠক নন্দিত যায়যায়দিনের ১৭ বছরে পদার্পণ উপলক্ষে পর্যটন জেলা শহর মৌলভীবাজারে পালিত হয়েছে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী। বহুল প্রচারিত এই পত্রিকাটির জন্মদিনকে ঘিরে সোমবার ৬ জুন সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ সুপার অতিথের স্মৃতি স্মরণ করিয়ে বলেন, যায়যায়দিন পাঠক নন্দিত একটি জনপ্রিয় দৈনিক। সেদিন সময়টা ছিল ১৯৮৯-১৯৯০ সাল। আমি শৈশব এবং কৈশর ও কলেজ জীবনে যায়যায়দিন খুজতাম। মঙ্গলবার দিন যায়যায়দিন বের হতো। সেই দিনটির জন্য অপেক্ষা করতাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজার প্রেসক্লাব’র সহ-সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সেফুল, প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজার) সাধারণ সম্পাদক ও দিপ্ত টিভির জেলা প্রতিনিধি বকসি মিছবাহুর রহমান, মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদ, সাপ্তাহিক মুক্তকথা’র ভারপ্রাপ্ত সম্পাদক মামুনূর রশীদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমূখ। পূরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ। শেষে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করতে পরে আগত অতিথিরা মিলে কেক কাটেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com