সেলিম উদ্দিন এমপির সাথে গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইষ্ট রিজিওনের মত বিনিময়
রকিব মনসুর॥ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপির সম্মানে এক মতবিনিময় সভা বুধবার গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট কাউন্সিল সাউথ ইষ্ট রিজিওনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। ২৬ এপ্রিল মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত সভায় জিএসসি সাউথ রিজিওনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে জয়েন্ট সেক্রেটারী আব্দুল বাছিত রফির পরিচালনায় সভায় প্রবাসীদের বিভিন্ন দাবী ও তার সমস্যা সমাধানে পরামর্শমূলক বক্তব্য রাখেন জিএসসির পেট্রন কে এম আবু তাহের চৌধুরী, জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, জিএসসির কেন্দ্রীয় জয়েন সেক্রেটারী মকিস মনসুর আহমদ, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি ফয়জুর রহমান, গোলাম আজম তালুকদার, মোহাম্মদ শামসুল হক, কমিউনিটি নেতা ব্যারিস্টার আবু মোর্শেদ, হাজী ফারুক মিয়া, সাজ্জাদুর রহমান পাভেল, জালালাবাদ প্রবাসী কল্যান সংস্থার সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আনসার, সাইদুর রহমান, হাজী আমীর আলী, হাজী মজিদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশ জাতীয় সংসদে সেলিম এমপির ভুমিকার প্রশংসা করেন। এসময় বক্তারা অবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, বিমানের লন্ডন- সিলেট সরাসরি ফ্লাইট চালু, প্রবাসী বাংলাদেশীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্তি ও জাতীয় পরিচয়পত্র প্রদান, ভূমিখেকোদের হাত থেকে প্রবাসীদের জানমাল রক্ষা, বৃটিশ ভিসা অফিস ঢাকায় স্থানান্তর, দ্বৈত নাগরিকত্বের অধিকারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহন, চা বোর্ডের সদর দপ্তর শ্রীমঙ্গলে স্থানান্তর ও হাওয়ার উন্নয়ন বোর্ডের সদর দপ্তর সুনামগঞ্জে স্থানান্তরের দাবী জানান। সেলিম উদ্দিন এমপি তার বক্তব্যে প্রবাসীদের সকল দাবী দাওয়া আদায়ে তার ব্যক্তিগত চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান। তিনি গ্রেটার সিলেট কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।
মন্তব্য করুন