সৈয়দ মহসীন আলী ছিলেন সাধারণ মানুষের এক অসাধারণ নেতা-স্মরণ সভায় বক্তারা

September 24, 2016,

স্টাফ রিপোর্টার॥ স্থানীয় দৈনিক বাংলারদিন পত্রিকার উদ্যোগে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মরহুম মন্ত্রীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মরহুম মন্ত্রীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীন তার মরহুম স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করে বলেন তিনি ছিলেন অনেক গুনে গুনান্বিত ব্যক্তি। তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন বলে গরীব-ধনী সকলের ভালবাসা পেয়েছেন।

pc-12
মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, সালেহ এলাহী কুটির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, মৌলভীবাজার সরকারি কলেজে ভাইস প্রিন্সিপাল মোঃ ফজলুল আলী, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের, প্রবীণ সাংবাদিক সানওয়ার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তমাল ফেরদৌস দুলাল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগম, ডাঃ জিল্লুল হক, সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু প্রমুখ।
বক্তারা বলেছেন সৈয়দ মহসীন আলী ছিলেন সাধারণ মানুষের বিশেষ করে গরীর মানুষের আপনজন ছিলেন। এদতাঞ্চলে আওয়ামীলীগের কান্ডারী, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামীলীগকে সংগঠিত করেছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন। পৈত্রিক সম্পত্তি বিক্রি করে গনমানুষের ও সমাজের কল্যানে আজীবন নিঃস্বার্থভাবে রাজনীতি করে গেছেন বলে আজো মানুষ তাকে ভুলেনি তার প্রমান আজকের এ স্বরণসভা। উদার মনের মানুষ সৈয়দ মহসীন আলী নীতি ও আদর্শের রাজনীতিতে সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া করেন মাওলানা সামসুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com