(ভিডিওসহ) সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহ সম্প্রসারণ কাজের উদ্বোধন

July 23, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহ ময়দানের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
২৩ জুলাই সোমবার বিকালে ৩৬০ আউলিয়ার অন্যতম সহচর, হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার সংলগ্ন ঈদগাহের বর্ধিত সীমানা প্রাচীরের পাকাকরনের মধ্যদিয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজারের মোতাওয়াল্লি সৈয়দ খলিলউল্লাহ ছালিক জুনেদ, এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন, সৈয়দ সাহাবুদ্দিন আহমদ, ব্যবসায়ী মোঃ আব্দুল খালিক, নাজিম উদ্দিন নজরুল, টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, এডভোকেট মোস্তাক আহমদ মম, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, আনিসুজ্জামান বায়েস, পৌর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান,দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা মীর্জা শামীম আহমদ, মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সুজন মিয়া, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, এস এম উমেদ আলী, ইমাদ উদ দীন, মাহবুবুর রহমান রাহেল, উপ সহকারী প্রকৌশলী আব্দুল মোমিন, সৈয়দ সায়েদ আহমদ, ইফতেখার আহমদ, একে এম নুরুজ্জামান প্রমুখ।
সম্প্রারণে ভূমিক্রয়সহ সার্বিক উন্নয়নকাজের প্রাথমিক ব্যায় দুই কোটি টাকা ধরা হয়েছে। এছাড়া সম্প্রাসারণ কাজের ভেতর পশ্চিম ধরকাপন এলাকার মরহুম সৈয়দ তাহির আলী তোতা মিয়ার পরিবার ১৬ শতক ভুমি দান করেন। উদ্বোধন কালে পৌর মেয়র জেলা শহরের বাসিন্দাসহ প্রবাসীদের কাছে ঈদগাহ সম্প্রসারণ ও উন্নয়ন কাজে আর্থিক সহযোগিতার আহবান জানান।
পরে ঈদগাহে শুরু থেকে এখন পর্যন্ত সার্বিক সহযোগীতাকারীসহ দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com