সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরামের সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ সিলেট সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরামের পূর্বনির্ধারিত সভা ৮ মে সকাল ১১টায় সিলেট সোনালী ব্যাংক (পিএলসি) পিন্সিপাল অফিস এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি মো: কামাল মিয়ার সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ডিজিএম অনন্ত কুমার সিংহ।
আলোচনায় অংশগ্রহণ করেন অন্যতম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ডিজিএম রনধীর চন্দ্র দাস এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি, পিও সিলেটের ডিজিএম সমীর কুমার বিশ্বাস। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন সুব্রত কান্তি দাস। অনুষ্ঠানে আব্দুল মুনিম চৌধুরী তাঁর রচিত কবিতার বই ‘ভাবনার রূপায়ণ’ থেকে ‘পড়ন্ত বেলায়’ কবিতা আবৃত্তি করেন।
সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় :
১। আগামী ১ জুন ২০২৪ (সম্ভাব্য তারিখ) স্থানীয় কোন হোটেলে আমন্ত্রিত অতিথিগণের উপস্থিতিতে সম্মেলন আয়োজন।
২। সম্মেলন আয়োজনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠিত হয়। সদস্যগণ হলেন-আব্দুল ওয়াহিদ, সৈয়দ মাহমুদ আখতার, সেলিম আহমেদ চৌধুরী, সুদ্বীপ চৌধুরী ও সুব্রত কান্তি দাস।
৩। আব্দুল মুনিম চৌধুরী রচিত কবিতার বই ‘ভাবনার রূপায়ণ’ উপহার হিসেবে সভায় বিতরণ করার জন্য কবি’র সম্মানে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।
৪। সম্প্রতি ভারতে অবস্থানরত আমাদের সহকর্মী সজ্জন হরি মোহন রায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক প্রস্তাব নেয়া হয়।
৫। সমাপনী বক্তব্যে সভাপতি ফোরামের সকল কর্মকান্ডে এবং নিয়মিত সভায় সদস্যগণের অধিকতর উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
মন্তব্য করুন