স্কুল ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ বড়লেখায় নাম পরিবর্তন করে ও চালু রাখা যায়নি ‘পিস স্কুল’
আব্দুর রব॥ নাম পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না বড়লেখা ইন্টারন্যাশনাল পিস স্কুলের। ১০ আগষ্ট বুধবার সকালে পুলিশ স্কুল ক্যাম্পাসের মুল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। জঙ্গিবাদ বিস্তারের অভিযোগে দেশের সব পিস স্কুল বন্ধের নির্দেশের পর এ স্কুল কর্তৃপক্ষ তড়িগড়ি করে পিস্ স্কুলের নাম পরিবর্তন করে প্রি-স্কুল নামকরণ করেছিল।
জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামে প্রায় দেড় বছর ধরে পিস স্কুল নামে এই স্কুলটি পরিচালিত হচ্ছিছিল। ২০১৫ সালে যাত্রা হওয়া স্কুলটিতে প্লে-গ্র”প থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হত। বর্তমানে স্কুলটিতে ৪০ জন ছাত্রছাত্রী ও চারজন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন।
সম্প্রতি পিস স্কুল বন্ধে সরকারি নির্দেশনা জারির পর স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি নাম পরিবর্তন করে। নাম পরিবর্তন করে রাখা হয় ‘বড়লেখা ইন্টারন্যাশনাল প্রি-স্কুল’। সরকার সম্প্রতি পিস স্কুল বন্ধ ঘোষণা করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনির”জ্জামান স্কুলে উপস্থিত হয়ে বড়লেখা ইন্টারন্যাশনাল পিস স্কুলের কার্যক্রম বন্ধ করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। স্কুলের অধ্যক্ষ আহমেদ মতুর্জা বলেন, ‘এটি বন্ধ ঘোষিত পিস স্কুলের কোনো শাখা নয়। পিস স্কুলের সাথে এ প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। পিস্ শব্দটি ভালো লাগায় তিনি এরকম নামকরণ করেন। সরকার পিস স্কুল বন্ধ ঘোষণার পর আমরা এটার নাম পরিবর্তন করে বড়লেখা ইন্টারন্যাশনাল প্রি-স্কুল নাম দিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার বলেন, ‘স্কুলটি অনুমোদন বিহীন। বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনির”জ্জামান স্কুল বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুলটি বন্ধ করেছি। ওরা বলেছে শুধু নামকরণ ছাড়া পিস স্কুলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি যাতে বন্ধ থাকে সেজন্য বুধবার ১০ আগস্ট থেকে স্কুলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রতিষ্ঠানটি বন্ধসহ আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।’
মন্তব্য করুন