স্বপ্নের লন্ডন আজ চরম দুঃস্বপ্নের এক শহর
আ বু সা ঈ দ আ ন সা রী (লন্ডন)॥ ৮০,০০০ মানুষ এ পর্যন্ত বিলেতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চির গন্তব্যের পথে চলে গেলেন। إنا لله و إنا إليه راجعون
সংবাদ পত্রে কিংবা টেলিভিশনে তারা শুধু নাম্বার! আজ ১০৩৫ জন, কাল এতো। কিন্তু যারা তাদের আপনজনকে হারিয়েছেন তারাই শুধু জানেন আসল দুঃখ, যন্ত্রনা, ব্যথা আর বেদনা! কোথাও কোথাও গনকবর দেয়া হচ্ছে, الله المستعان !
এইমাত্র যিনি মারা গেলেন, তিনি হয়তো কারও মমতাময়ী মা, কিংবা কারও বোন, অথবা কারও চরম আদরের সন্তান, হতে পারেন কারও স্ত্রী, যার স্বামী তাকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসতেন! এই মাত্র হাসপাতালে যার উবধঃয ঈবৎঃরভরপধঃব পেলেন তিনি ছিলেন হয়তো তার প্রাণের স্বামী, যার সাথে তিনি সংসার করেছেন যুগের পর যুগ। কতো শুভ্র সকাল, নির্জন দুপুর, স্বর্ণালী সন্ধ্যা কাটিয়েছেন এক সাথে! চরম বিপদের সময় যিনি ছিলেন একান্ত আশ্রয়! আবার হতে পারে এইমাত্র যাকে কবরে শোয়ানা হলো তার কোনো আপনজন পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলে অপারে চলে যাওয়া লোককে ফিরে পেতে চান, যা আর কোনো কালে, কোনো দিন, কোনো সময়ে সম্ভব নয়!
কিংবা এই মাত্র যিনি চলে গেলেন, তিনি রেখে গেছেন অনেক সন্তান, স্ত্রী, বন্ধু- বান্ধব, কমিউনিটি, যারা তার মৃত্যুতে একেবারেই দিশেহারা! ইয়াতিম বাচ্চারা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকছে সফেদ সাদা নিথর, নিস্তব্ধ বাবার দেহের উপর!
হায় আল্লাহ! স্বপ্নের লন্ডন আজ চরম দুঃস্বপ্নের এক শহর! প্রতিদিন, প্রতিক্ষন ফোনের মধ্যে ম্যাসেজ আসছে, কল আসছে, ফেইসবুক নিউজফিড শুধু ভাইরাসের দ্বারা আক্রান্ত অথবা মৃত্যুর খবর! সত্যিই খুব ভয়াবহ!
সবাই এখন একটি জিনিস চান, সেটা হলো দোয়া, অনেকে বলেন, আর কিছু করতে পারবো না, দোয়া ছাড়া, প্লিজ আপনারা তা বলবেন না, দোয়াই তো আসল, সধরহ কাজ যা আপনি করবেন। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ‘দো‘য়া হ’ল ইবাদত’। তিরমিযী, আবুদাঊদ প্রভৃতি, মিশকাত হা/২২৩০
আল্লাহ বলেন,اُدْعُونِي أَسْتَجِبْ لَكُمْ، إِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ- (غافر৬০)- ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকার বশে আমার ইবাদত হ’তে বিমুখ হয়, সত্বর তারা জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়’। এখানে ‘ইবাদত’ অর্থ দো‘য়া।. গাফের/মুমিন ৪০/৬০ রাসূলুল্লাহ (সাঃ) বলেন, مَنْ لَمْ يَدْعُ اللهَ سُبْحَانَهُ غَضِبَ عَلَيْهِ ‘যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না, তিনি তার উপরে ক্রুদ্ধ হন’। ইবনু মাজাহ হা/৩৮২৭ ‘দো‘য়া’ অধ্যায়-৩৪
আসুন আমরা আল্লাহকে ডাকি। দোয়া করি, ঈমানকে সুদৃঢ় করি। নিরাশ হওয়াকে আল্লাহ অপছন্দ করেন। নিরাশ যেনো না হই। হে রাব্বাল আলামিন, আমাদেরকে ক্ষমা করুন, করোনাভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে দিন, যারা ঈমান নিয়ে চলে গেলেন আপনার কাছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন।
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام.
أمين.
আ বু সা ঈ দ আ ন সা রী
জানুয়ারী ০৯, ০১,২০২১।। লন্ডন, ইংল্যান্ড।
মন্তব্য করুন