স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ,কের পক্ষ থেকে মৌলভীবাজার পৌরসভায় অসহায়দের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

March 8, 2025,

স্টাফ রিপোর্টার : স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ,কে র পক্ষ থেকে মৌলভীবাজার পৌরসভায় অসহায়দের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি, লেখক লন্ডন থেকে প্রকাশিত মাসিক আলো ম্যাগাজিনের সম্পাদক নুরজাহান রহমান শিল্পীর অর্থায়নে ও উপস্থিতিতে গরীব অসহায় মানুষের মাঝে মৌলভীবাজার পৌর হল রুমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নুরজাহান রহমান শিল্পী সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, কবি, ছড়াকার গীতিকার, সুরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা সভাপতি রাসেল আহমেদ সাগর, কবি দেলোয়ার সজিব, সাংবাদিক তানভীর চৌধুরী, আব্দুল সুফিয়ান প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে কবি নুরজাহান রহমান শিল্পীর প্রশংসা  করে বলেন সূদুর লন্ডনে থেকে দেশের প্রতি দেশের মানুষের প্রতি বাংলা ভাষার প্রতি উনার যে টান রয়েছে তার সামান্যতম উদাহরণ আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ। উল্লেখ কবি নুরজাহান রহমান শিল্পী দেশে আসার পর থেকে বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন সংগঠন ইস্কুলের ছাত্রদের মধ্যে  বই খাতা ব্যাগ বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com