(ভিডিওসহ) স্বাধীনতা দিবসে বন্যরা ফিরে পেলো বনের স্বাদ : লাউয়াছড়ায় ১১ টি বণ্যপ্রাণী অবমুক্ত
বিকুল চক্রবর্তী॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের লাউয়াছড়া বনে ১১টি প্রাণী অবমুক্তকরা হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এর সভাপত্বিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলী এলাকায় বন্যপ্রাণী অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণীগুলো অবমুক্ত করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ । এ সময় আরো উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক, শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক আনিছুর রহমান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম। অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে ছিল একটি গন্ধগকুল, একটি বন বিড়াল, তিনটি অজগর সাপ, দু’টি সরালি পাখি দু’টি খালিম পাখি ও একটি মেছ বাঘ।
এ সময় বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, গ্রামের ঝুপঝাড় কেটে ফেলায় এবং বন জঙ্গলে খাদ্যের অভাব দেখা দিলে বন্যপ্রাণীরা প্রায়ই লোকালয়ে ছুটে আসে। তখন মানুষের আক্রমনে অনেক সময় আহত ও নিহত হয় প্রাণীগুলো। আমরা খবর পেলে তা উদ্ধার করে আনি এবং প্রয়োজনী সেবাযতœ শেষে আবার অবমুক্ত করি। আর প্রাণীগুলো অবমুক্ত করতে এসে প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল জুবায়ের বলেন , আমরা যেমন ৯ মাস যুদ্ধ করে মুক্তির স্বাদ পেয়েছি, ঠিক তেমনি ভাবে এই প্রাণীগুলো বিভিন্ন মানুষের হাতে আটকের পর আজ স্বাধীনতা দিবসে অবমুক্তির পর সে স্বাদ পাচ্ছে।
মন্তব্য করুন