স্বাধীনতা দিবস পালিত

March 27, 2017,

রাজনগর প্রতিনিধি॥ ভোরের সূর্য পূর্ব গগনে উকি দেওয়ার সাথে সাথে সকাল ৬ ঘটিকায় রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পন করে শুরু হয় স্বাধীনতা দিবস পালনের কর্মসূচি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারি প্রতিষ্টানের কর্মচারীদের ফুলের তোড়া দিয়ে সাজিয়ে তোলা হয় স্মৃতিস্তম্ভ টি।
২৬ মার্চ রবিবার সকাল ৮ ঘটিকা থেকে রাজনগর পৌটিয়ার্স মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী,আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সরকারি প্রতিষ্টানের কর্মচারীদের নিয়ে জাতীয় সংগিত গেয়ে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আলোচনা সভা, ছোট্র সোনামণিদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদশনী অনুষ্ঠান।
পরিশেষে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধ, স্বাধীনতা ও সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্টানে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়ার পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অফিসার ও রাজনৈতিক নেতৃবৃন্ধ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com