“স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় গণমাধ্যমের ভূমিকা” শ্রীমঙ্গলের গণমাধ্যম প্রতিনিধিবৃন্দের সাথে সনাকের সমন্বয় সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করণের লক্ষে শ্রীমঙ্গলে স্থানীয় সাংবাদিকদের সাথে সনাকের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শ্রীমঙ্গল সনাক কার্যালয় সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর সহযোগিতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় স্বাগত বক্তব্যে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স এর শ্রীমঙ্গলের স্বাস্থ্য খাতে সনাকের পর্যবেক্ষণ, অর্জন ও প্রত্যাশা তুলে ধরেন সনাক সদস্য দীপেন্দ্র ভট্টাচার্য।
উন্মুক্ত আলোচনা বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক ও সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ বেতার এর প্রতিনিধি মো: মামুন আহমদ, সিনিয়র সদস্য ও চ্যানেল ৭১ এর প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, সাংবাদিক অরবিন্দ দেব, অনুজ কান্তি দাস, রুবেল আহমেদ, আতাউর রহমান কাজল প্রমুখ।
সাংবাদিকবৃন্দ বলেন শ্রীমঙ্গল হাসপাতালে সেবারমান আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে তবে কিছু ক্ষেত্রে আরো ভাল করতে হবে।
সাংবাদিকরা সনাকের কাছে কিছু প্রস্তাব তোলে ধরেন তা হলো-হাসপাতালে টিকেটের বিড়ম্বনা এড়াতে নারীদের প্রথক দুটি লাইনে টিকিট দেয়ার, বেলা ২ টার পর হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না এক্ষেত্রে শিফ্ট ব্যবস্থা চালু করে সার্বক্ষনিক ডাক্তার সেবা নিশ্চিত করা, প্রায়শই দেখা যায় ডাক্তাররা কোম্পানির প্যাডে প্রেসক্রিপশন করে থাকেন, তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতালের নিজস্ব প্যাডে প্রেসক্রিপশন করা, দীর্ঘদিন ধরে হাসপাতালের জেনারেটর বিকল অবস্থায় পড়ে আছে এটি যাতে দ্রুত ঠিক করা এবং হাসপতাল কর্তৃপক্ষকে আরো সক্রিয় হওয়া।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য রহমত আলী, অধ্যাপক বদরুল আলম, স্বজন সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী, সহকারী ম্যানেজার মাহবুবুল আলমসহ স্থানীয় সংবাদিক ও ইয়েস সদস্যবৃন্দ।
মন্তব্য করুন