স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির গাড়ী বহরে হামলার ও নিহতের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী নিজ জেলা গোপালগঞ্জ শুক্রবার ১৩ সেপ্টেম্বর সফরে গেলে তাহার গাড়ী বহরে হামলা করে দূর্বৃত্তরা, এতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। আহত হন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী, উনার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলে সভানেত্রী রত্না দুই ছেলে সহ প্রায় অর্ধশতাধিক নেত্রীবৃন্দ। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষনা করা হয়।
কর্মসূচি পালন উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
শনিবার ১৪ই সেপ্টেম্বর বিকেলে শহরের কাশিনাথ রোড থেকে শুরু হয়ে কুসুমবাগ এলাকায় সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সভায় সভাপতিত্বে করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব আহমেদ আহাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্ববায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্ববায়ক গাজী জাবেদ, যুগ্ম আহ্ববায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্ববায়ক আব্দুল মুমিন, যুগ্ম আহ্ববায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্ববায়ক মামুনুর রশিদ, সদস্য আবু বক্কর তালুকদার, সদস্য শহীদ আহমেদ, সাজ্জাদ আহমেদ শাহান, পৌর স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, রুহেল আহমেদ, শেখ আবেদ আহমেদ, জুয়েল আহমেদ, শেখ জুয়েল, সেজিম আহমেদ, শেখ মহসিন, মাহফুজুর রহমান মফিজ, আলম খান, কুলাউড়া স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক রেজাউল করিম ভূইয়া খোকন, শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব তৈয়ব আহমেদ শিমুল, কমসগঞ্জ স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক জমির হোসেন।
মন্তব্য করুন