হত্যা নয় দুর্ঘটনায়ই মারা যায় শিশু রেদোয়ান বড়লেখায় পূর্ব বিরোধের জের ধরেই  প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা

October 9, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় চাঞ্চল্যকর শিশু রেদোয়ান আহমদ (৮) হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে সিআইডি। হত্যা নয়, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতেই মামলাটি দায়ের করা হয় বলে তদন্তে সিআইডি প্রমাণ পেয়েছে। আসামীরা যাতে চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ থেকে সরতে বাধ্য হয় এর কৌশল হিসেবে দুর্ঘটনায় নিহত শিশু সন্তানকে হত্যার দাবীতে প্রায় আড়াই বছর পূর্বে প্রতিপক্ষের ৬ ব্যক্তির বিরুদ্ধে শিশুটির বাবা মারুফ আহমদ মিথ্যা হত্যা মামলা (জিআর-৯০/১৪) দায়ের করেন।

আদালতে দাখিলকৃত সিআইডির চুড়ান্ত প্রতিবেদন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী গ্রামের মৃত হবিব আলীর ছেলে মশাহিদ আলীর সাথে বসত বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে মৃত আজির উদ্দিনের ছেলে মারুফ উদ্দিনের বিরোধ চলছিল। তিনি (মারুফ উদ্দিন) দীর্ঘদিন ধরে নানাভাবে যাতায়াতে প্রতিবন্ধতকা সৃষ্টি করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্যের মধ্যস্থতায় বিকল্প রাস্তা তৈরী করে দেয়ার সিদ্ধান্ত মেনে উভয় রাস্তাা বন্ধ করে দিলে মশাহিদ আলীর পরিবার কার্যত গৃহবন্দি হয়ে পড়ে। এরপর ভুক্তভোগীরা ইউএনওসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেন। এরমধ্যে ২০১৪ সালের ২ মে মারুফ উদ্দিনের শিশুপুত্র রেদোয়ান আহমদ (৮) পানিতে ডুবে মারা যায়। দুর্ঘটনায় নিহত শিশুপুত্রকে খুন করার অভিযোগে মারুফ উদ্দিন প্রতিপক্ষের মশাহিদ আলী, তার ছেলে ছাদিকুর রহমান, মাওলানা তৈয়বুর রহমান, আছাদুর রহমান, মেয়ে সাহিদা বেগম ও ইমাম উদ্দিনকে আসামী করে বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্তভার সিআইডি পুলিশকে ন্যাস্ত করেন। তদন্তকালে সিআইডি পুলিশ মামলার তিন নম্বর আসামী মাওলানা তৈয়বুর রহমানকে গ্রেফতার করে। ৫ মাস জেল খাটার পর তিনি জামিন পান।

সিলেট যোনের সিআইডি পুলিশ ইন্সপেক্টর আব্দুল আহাদ শিশু রেদোয়ানকে হত্যার সত্যতা পাননি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। বাদির নারাজি আবেদনে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য জেলা সিআইডি পুলিশের ইন্সপেক্টর দেবাশীষ চৌধুরীকে আদেশ দেন। তার পৃথক তদন্তেও রেদোয়ানকে হত্যার প্রমাণ পাননি জানিয়ে গত ১৯ সেপ্টেম্বর আদালতে ফাইনাল রিপোর্ট জমা দেন।

তদন্তকারী সিআইডি পুলিশ ইন্সপেক্টর দেবাশীষ চৌধুরী রেদোয়ান হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন আদালতের দাখিলের সত্যতা স্বীকার করে জানান, প্রকাশ্যে, গোপনে এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে নিরপেক্ষ স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে শিশু রেদোয়ানকে এজাহারে উল্লেখিত আসামীগন কর্তৃক হত্যার প্রমাণ পাওয়া যায়নি। সে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা যাওয়ার এবং বাড়ির রাস্তা সংক্রান্ত পুর্ব বিরুধের জের ধরে প্রতিপক্ষের লোকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের একাধিক প্রমাণ মিলেছে।

আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ইয়াছিন আলী জানান, মিথ্যা হত্যা মামলা দিয়ে একটি পরিবারকে আড়াই বছর ধরে চরম হয়রানি করা হয়েছে। সোমবার মামলাটির ধার্য তারিখ। এদিন আদালতে মিথ্যা মামলা খারিজের আবেদন করব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com