হত্যা মামলার দ্রূত বিচারের দাবীতে স্ত্রীর মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

November 21, 2024,

স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলার পানিশাইল নিজগাঁও গ্রামে আলোচিত আব্দুল মালিক হত্যা কান্ডে মামলার বিচার প্রক্রিয়া ভিন্নখাতে প্রভাহিত করতে একটি মহল অপকৌশল করছে বলে অভিযোগ উঠেছে।

২০ নভেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত আব্দুল মালিকের স্ত্রী সাবরিনা আক্তার সাফিয়া লোহমহর্ষক ও হৃদয় বিদারক হত্যাকান্ডের বর্ণনা তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০২১ সালের ১৭ নভেম্বর সন্ধ্যায় আইনজীবী ও ক্রীড়াবিদ এডভোকেট আব্দুর রকিব মন্টুদের পৈত্রিক সম্পত্তি ‘‘বশির রাবেয়া কটেজ’’ নামীয় বাড়ি সহ নিজগাঁওয়ে তাদের সকল সম্পতির দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার আব্দুল মালিককে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এডভোকেট আব্দুর রকিব মন্টু বাদী হয়ে রাজনগর থানায় মামলা নং- ৯/১৯২ এবং জি আর নং- ১৯২/২১ দায়ের করেন। উক্ত হত্যাকান্ডে জড়িত ৩ জন ও পরবর্তীতে মোবাইল ফোন ট্র্যাকিং করে হত্যার সাথে সংশ্লিষ্ট ভাড়াটিয়া খুনী সন্ধেহে আরো ৩জনকে গ্রেফতার করে পুলিশ।

প্রায় ৪ মাস পূর্বে নুরুল ইসলাম কলা মিয়াসহ মামলার অন্যান্য আসামীরা আড়াই বছর হাজতবাস করে জামিনে বের হন। এর পর থেকেই মামলা তুলে নেয়ার জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারছেন না। তিনি আরো জানান আব্দুল মালিক সম্পত্তির কেয়ারটেকারের দায়িত্ব পালনকালীন সময়ে, তাদের পূর্বের কেয়ারটেকার নিজগাওঁ গ্রামের নুরুল ইসলাম কলা মিয়া প্রায় সময় হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করতেন এবং কয়েকবার শারীরিক আঘাতও করেছেন।

স্বামী আব্দুল মালিক হত্যার দ্রূত বিচার ও শিশু সন্তান-কে নিয়ে নিরাপদে বাঁচার আকুতি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবরিনা আক্তার সাফিয়ার শাশুরি সালেহা বেগম, পিতা, কমরু মিয়া ও নিহতের ৫ বছরের শিশু  আফসারা আঞ্জুম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com