হাঁস ভ*ক্ষণ করতে এসে ধরা পড়ল বি*শাল আকৃতির অজ*গর

April 21, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল হাঁস ভক্ষণ করতে এসে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ।

রোববার ২১ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও দেবপাড়ায় লন্ডনি ধনাই মিয়ার বাড়িতে পুকুরে থাকা হাসঁ ধরে ভক্ষণের সময় হাঁসের ডাকে বাড়ির লোকজন এসে দেখেন বিশাল আকৃতির অজগর সাপ হাসটিকে গিলে খাচ্ছে। পরে বাড়ির লোকজন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে পুকুর পাড় থেকে অজগর সাপটি উদ্ধার করেন।

বাড়ির লোকজন জানান, এর আগে তাদের আরও কযেকটি হাঁস হারিয়ে যাওয়াতে তারা ভেবেছেন চুরি হয়ে গেছে। আজকে অজগরকে হাঁস ভক্ষণের সময় দেখে তারা বুঝেতে পারছেন এর আগেও হারিয়ে যাওয়া হাঁসগুলো অজগরের পেঠে গেছে। সজল দেব জানান, তিনি গিয়ে দেখেন অজগরটি হাসঁ ভক্ষণ করে পুকুর পাড়েই বসে পড়ে আছে। সেখান থেকে তিনি অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসেন। তিনি জানান, উদ্ধার করা অজগরটি লম্বা ৯ফুট এবং ১৫/১৬ কেজি ওজনের। বড় আকারের হওয়াতে একে ধরতে গিয়ে তিনি ছোবল খেয়েছেন।

উদ্ধারের পর অজগর সাপটিকে স্থানীয় বনবিভাগ কতৃপক্ষকের হাতে হস্তান্তর করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com