হাকালুকির ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে
বড়লেখা ও জুড়ী প্রতিনিধি॥ হাকালুকি হাওরপারের জুড়ী উপজেলায় সাম্প্রতিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ৮ মে সোমবার বিকালে ত্রাণ বিতরণ করেছে স্থানীয় এনজিও সংস্থা গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)।
গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর চেয়ারম্যান অশোক রঞ্জন পালের সভাপতিত্বে পশ্চিমজুড়ী ইউনিয়ন প্রাঙ্গনে আয়োজিত ত্রাণ বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী ইউএনও মিন্টু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুবায়ের হাসান জেবলু, আওয়ামীলীগর নেতা জাহাঙ্গীর আলম, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী টাইমস সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমন, গ্রাউকের সমন্বয়কারী প্রণয় রঞ্জন বিশ্বাস প্রমূখ।
মন্তব্য করুন