হাকালুকি হাওরকে রামসার সাইট ঘোষনার দাবীতে মানববন্ধন
আল আমিন আহমদ॥ আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে এশিয়ার বৃহত্তম মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওরকে বাংলাদেশের ৩য় আন্তর্জাতিক রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেয়ার দাবীতে পরিবেশ বাদী সংগঠন চাইল্ড এন্ড মাদার কেয়ার ও গতি-এর সহযোগীতায় এবং হাওর রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে ৭ ফেব্রুয়ারি সোমবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওরের রাবার ড্যাম সংল্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জুড়ী উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাইল্ড এন্ড মাদার কেয়ারের উপদেষ্টা ছায়েদ আক্তার চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রহিম লিটন, এম এ মজিদ, সাংবাদিক হারিস মোহাম্মদ, ফারুক হোসেন, আব্দুর রাজ্জাক, ইয়াছিন আলী,আব্দুল মন্নান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাকালুকি হাওরে বাংলাদেশের মোট জলজ উদ্ভিদের অর্ধেকের বেশি এবং সষ্কটাপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি পাওয়া যায়। উন্নত দেশ গুলোর অতিরিক্ত কার্বন নির্গমনের ফলে পরিবেশের উপর মারাত্বক প্রভাব পরছে। এর প্রভাব থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। তাই অভিলম্বে হাকালুকি হাওরকে রামসার সাইটে অর্ন্তভূক্ত করতে সরকারের প্রতি দাবী জানানো হয়।
মন্তব্য করুন