হাকালুকি হাওরে ধরা পড়ছে রূপালী ইলিশ : জেলেদের মুখে হাসি

September 14, 2017,

আব্দুর রব॥ দেশের সর্ববৃহৎ জলাভুমি হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। প্রতি বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে ছোট আকারের ২-৪টি ইলিশ ধরা পড়লেও এবার বড় আকারের ও সংখ্যায় বেশি ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দ-উল¬াস ও হাসির ঝলক ফুঠে উঠছে।
দীর্ঘ ৩ মাসের বন্যায় হাকালুকি হাওরপারের মৎস্যজীবি সম্প্রদায় হাওরের ভাসান পানিতে জাল ফেলে মাছের দেখা পায়নি। জীবিকার প্রধান উৎস হাওরের মাছ শিকার। কিন্তু হাওরের জলে মাছ না পাওয়ায় হাকালুকি তীরবর্তী বড়লেখা ও জুড়ীর প্রায় ২৫ হাজার জেলে পেশা সংকটে পড়েন। সম্প্রতি জেলেদের জালে অন্যান্য মাছের সাথে রূপালী ইলিশ ধরা পড়ায় তারা বেশ খুশি।
সরেজমিনে বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন বাজারে হাকালুকির ইলিশ বিক্রি হতে দেখা গেছে। মাছ ব্যবসায়ী বদরুল ইসলাম জানান, হাওরপারের মোহদিকোনার এক জেলের নিকট থেকে তিনি প্রায় ৩০ কেজি ইলিশ কিনে বিক্রি করছেন। গত কয়েক দিন ধরে হাকালুকি হাওরে ব্যাপক ইলিশ ধরা পড়ছে। স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন বাজারে তা বিক্রি করছেন।
বড়লেখা উপজেলা মৎস্য অফিসের মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ও তথ্য সংগ্রহকারী সামছুল হাসান জানান, প্রতি বছর হাওরে ছোট ছোট ২-৪টি ইলিশ ধরা পড়লেও এবার আধা কেজি পর্যন্ত ওজনের ব্যাপক ইলিশ ধরা পড়ছে। এতে জেলেদের মুখে হাসির ঝলক ফুঠে উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা হাকালুকির ইলিশ বিভিন্ন বাজারে বিক্রি করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com