হাকালুকি হাওরে ভ্রাম্যমান আদালতের অবৈধ জাল আটক

October 19, 2016,

আব্দুর রব॥ হাকালুকি হাওরের পলোভাঙ্গা অভয়াশ্রম বিলে ১৭ অক্টোবর সোমবার রাতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ হাজার ২শ’ মিটার অবৈধ জাল আটক করেছে। এসময় অবৈধ মাছ শিকারীরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বড়লেখা ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ, পুলিশের এসআই অমিতাভ দাস তালুকদার, স্থানীয় ইউপি সদস্য শাহীন আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, হাকালুকির বিভিন্ন বিলে প্রভাবশালীদের ছত্রছায়ায় অসাধু মাছ শিকারীরা নিষিদ্ধ জালে অবাধে মাছ শিকার করতে থাকে। গোপন সংবাদে সোমবার রাতে ভ্রাম্যমান আদালত হাকালুকির পলোভাঙ্গা অভয়াশ্রম বিলে অভিযান চালিয়ে ১ হাজার ২শ’ মিটার নিষিদ্ধ কাপড়ি জাল ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ অবৈধ জাল আটকের সত্যতা স্বীকার করে জানান, জব্দ জালগুলো রাতেই হাওরপারে পুড়িয়ে ফেলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com