হাকালুকি হাওর থেকে উদ্ধার মেছোবাঘ মাধবকু-ে অবমুক্ত
বড়লেখা প্রতিনিধি॥ হাকালুকি হাওর থেকে রোববার সকালে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। হাওর পাড়ের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি এলাকার মাছ শিকারিরা মেছোবাঘটিকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বিকেলে ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে মেছোবাঘটি মাধবকু- ইকোপার্কে অবমুক্ত করা হয়।
জানা গেছে, সাম্প্রতিক সময়ের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় ঝোঁপ-জঙ্গল পানিতে তলিয়ে যায়। এতে মেছোবাঘটির আবাসস্থল পানিতে ডুবে যায়। রোববার সকালে মেছোবাঘটি হাওরের পানিতে সাঁতার কাটছিল। এসময় ভোলারকান্দি এলাকার জেলেরা মেছোবাঘটিকে উদ্ধার করে স্থানীয় বন অফিসে হস্তান্তর করেন।
বন বিভাগ উপজেলা পশু হাসপাতালে মেছোবাঘটির প্রাথমিক চিকিৎসা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে মাধবুকু- ইকোপার্কে অবমুক্ত করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবদুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, সহযোগী বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস প্রমুখ।
মন্তব্য করুন