হাকালুকি হাওর থেকে ৬ মণ রেনু পোনা আটক

May 14, 2016,

এইচ ডি রুবেল॥ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে অভিযান চালিয়ে অবৈধভাবে আহরণকৃত প্রায় ৬ মণ রেনুপোনা আটক করা হয়। ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত আটককৃতদের ৪ হাজার টাকা জরিমানা করেন।

Hakaluki-12
উপজেলা মৎস্য অফিস সুত্র জানায়, উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় ১২ মে বৃহস্পতিবার হাকালুকি হাওরের তেঘরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৬ মণ রেনু পোনাসহ নাজিম উদ্দিন ও হুসেন আলী নামক ২ মৎস্যজীবিকে আটক করা হয়।

Hakaluki-12-(1)আটককৃতদের বাড়ি রাজনগর উপজেলার ঘড়গাঁও গ্রামে। পরে পোনা মাছসহ আটককৃত দু’জনকে উপজেলায় এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। পোনা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আলমগীর হোসেন ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com